পাবনা জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ একটি সৃজনশীল সহশিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ২০০৮ সালের প্রতিষ্ঠিত হয়ে ২০০৯ সালে শিক্ষা কার্যক্রম শুরু করে। ২০০৯ সালে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়, ২০১০ সালে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি করা হয়, ২০১১ সালে নবম শ্রেণিতে পাঠদান শুরু হয়। বর্তমানে তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয় এবং মোট ছাত্রছাত্রীর সংখ্যা ১১০৫ জন। দুই শিফটে পাঠদান করা হয়- প্রভাতি শাখা (সকাল ৭.০০-১১.৩০) তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণি এবং দিবা শাখা (দুপুর ১২.০০-৫.০০) সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত। বর্তমান শিক্ষক সংখ্যা অধ্যক্ষসহ-২৯ জন।