Admission Announcement For 2022

পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ
          অফিসার্স কলোনী, গোবিন্দা, পাবনা
                       ভর্তি বিজ্ঞপ্তি/২০২২
                       (তৃতীয় ও ষষ্ঠ শ্রেণি)
এতদ্বারা জানানো যাচ্ছে যে, পাবনা জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে তৃতীয় শ্রেণিতে ১৮০ টি (৯০ জন ছাত্র,
৯০ জন ছাত্রী) এবং ষষ্ঠ শ্রেণিতে ৫০টি (২৫ জন ছাত্র, ২৫ জন ছাত্রী) আসনে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। ভর্তির আবেদন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে ০১/১২/২০২১ থেকে ১৪/১২/২০২১ তারিখ সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত। লটারীর তারিখ, সময়, স্থান ও ভর্তি সম্পর্কিত বিষয়াদি/নিয়মাবলী শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারিত বিজ্ঞপ্তিতে, ভর্তির আবেদন ফরমে
ও প্রবেশপত্রে উল্লেখ থাকবে।
                  প্রফেসর (অব:) শিবজিত কুমার নাগ
                                     অধ্যক্ষ
         পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ
                 ০২৫৮৮৮৪৫৫৩১, ০১৩০৯১৩৪৫৩০